Friday, January 24, 2025
বাড়িরাজ্যসি পি আই এম এবং কংগ্রেস দলে ধস নামালো বিজেপি, ২৭৬ পরিবার...

সি পি আই এম এবং কংগ্রেস দলে ধস নামালো বিজেপি, ২৭৬ পরিবার যোগদান পদ্ম শিবিরে

স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ২২ জুন : বিজেপি জোলাইবাড়ী মন্ডল জনজাতি মোর্চার উদ্যোগে জোলাইবাড়ী কিমিউনিটি হলে অনুষ্ঠিত হয় এক আলোচনাসভা ও যোগদান সভা। এইদিনের আলোচনা সভা ও যোগদান সভায় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, বিজেপি দক্ষিন জেলা সভাপতি শঙ্কর রায়, মন্ত্রী বিকাশ দেববর্মা, মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া, বিধায়ক প্রমোদ রিয়াং সহ অন্যান্যরা। এইদিনের আলোচনা সভায় সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়।

আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় যোগদান সভা। যোগদান সভায় জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেস ও সি.পি.আই.এম ত্যাগ করে ২৭৬ পরিবারের প্রায় ৭০০ ভোটার এইদিন বিজেপি দলে যোগদান করে। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বিজেপি দলে বরন করে নেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য্য। এক সাক্ষাৎকারে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য জানান ২০২৩ সালের বিধানসভা নির্বাচনের আগে যারা একত্রিত হয়ে বিরোধী দল হিসাবে বিজেপির বিরুদ্ধে লড়াই করেছিল, তাদের প্রতি আস্তা হারিয়ে এইদিন ২৭৬ পরিবারের প্রায় ৭০০ ভোটার বিজেপি দলে যোগদান করেছে। তারা বুঝতে পারছে ত্রিপুরা রাজ্যে কংগ্রেস কিংবা সিপিআইএম নয় একমাত্র বিজেপি সরকার মানুষের জন্য, সমাজের জন্য কাজ করে। বিজেপির নেতৃত্বে ত্রিপুরা রাজ্যের উন্নয়ন সম্ভব বলে জানান প্রদেশ বিজেপি সভাপতি। এইদিনের সভায় প্রদেশ বিজেপি সভাপতি, মন্ত্রী, বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন এম.ডি.সি বিদ্যুৎ দেববর্মা, বিজেপি জোলাইবাড়ী মন্ডলের সভাপতি অজয় রিয়াং, জনজাতি মোর্চার মন্ডল সভাপতি সমঞ্জয় ত্রিপুরা সহ অন্যান্যরা। সভায় এইদিন বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষ্যনিয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য