স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ২২ জুন : ককবরক ভাষা রোমান হরফের দাবিতে আগামী ২৪ জুন তিপ্রা ওমেন ফেডারেশনের পক্ষ থেকে রাজভবন অভিযান করা হবে। সংগঠনের ১২ টি জেলা এবং ৪৪ টি ব্লকের কর্মীরা অংশগ্রহণ করবে। এদিন স্বামী বিবেকানন্দ মাঠ থেকে রাজভবন অভিযানের জন্য মিছিল শুরু হবে। বৃহস্পতিবার রাজ অন্দরে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান সংগঠনের নেত্রীরা।
তারা আরো জানান এদিন রাজ্যপালের কাছে গণ ডেপুটেশন দেওয়া হবে। তবে এখন পর্যন্ত রাজ্যপালের কাছ থেকে কোন ধরনের সময় পায়নি। আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত নেত্রী আরো বলেন, ককবরক ভাষায় রোমান হরফে লেখার দাবিতে ১৯৬৮ সাল থেকে আন্দোলন করে আসছে জনজাতি অংশের মানুষ। কিন্তু কার্যকর হয়নি। এ বিষয়টি নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেন সাংবাদিক সম্মেলনে।