স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ২২ জুন : ২০১৮ সালের তিন কোটি টাকা থেকে বাড়িয়ে ২০২৩ সালের বিজ্ঞাপনের জন্য বাজেট বরাদ্দ করা হয়েছে ১৫ কোটি টাকা। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিক সম্মেলন করে একথা জানান ত্রিপুরা তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী। তিনি জানান ত্রিপুরা মিডিয়া রিপ্রেজেন্টেটিভ অ্যাক্রিডিটেশন গাইডলাইন ২০২০ অনুযায়ী দেওয়া হয়েছে এখন পর্যন্ত ৩৬৩ জনকে।
ত্রিপুরা জার্নালিস্ট পেনশন স্কিম ২০২১ অনুযায়ী অবসরপ্রাপ্ত সাংবাদিকদের মাসিক পেনশন ১০০০ টাকা থেকে বাড়িয়ে ১০,০০০ টাকা করা হয়েছে। পাঁচজন অবসরপ্রাপ্ত সাংবাদিক এই পেনশন সুবিধা পাচ্ছেন। তাছাড়া অ্যাক্রিডিটেশন কার্ড প্রাপ্ত কোন সাংবাদিকের দুর্ঘটনায় মৃত্যু হলে তার উপর নির্ভরশীল পরিবারের সদস্যকে মাসিক ৫০০০ টাকা পারিবারিক পেনশন দেওয়া হচ্ছে। বর্তমানে একজনকে পেনশন দেওয়া হচ্ছে। তিনি আরো জানান, ত্রিপুরা জার্নালিস্ট হেলথ ইন্সুরেন্স স্কিম ২০২২ অনুযায়ী ন্যাশনাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডকে নির্বাচন করা হয়েছে।
আয়োজিত সাংবাদিক সম্মেলনে দপ্তরের সচিব আরো জানান প্রিন্ট, ইলেকট্রনিক ও ওয়েব মিডিয়ার সাংবাদিকদের জন্য জাতীয় স্তরে দক্ষতা বৃদ্ধির জন্য কর্মশালার আয়োজন করা হয়েছে। এই কর্মশালা ১৭৬ জন সাংবাদিক অংশগ্রহণ করেছেন। ভিডিও এডিটিং, রেকর্ডিং ফার্ম, এজেন্সি গুলিকে প্যানেল ভুক্ত করা হয়েছে। আগামী দিনের লক্ষ্য বিজ্ঞাপন শাখায় ডিজিটাইজেশন আনার। আরো বলেন আজাদীকা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে জুলাই মাস থেকে আগস্ট ২০২৩ পর্যন্ত বিভিন্ন কর্মসূচি চলবে। এ বিষয়ে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে উপদেষ্টা কমিটির বৈঠক আগামী ২৩ জুন অনুষ্ঠিত হবে। এবং শিল্পীদের অ্যামপেনেলমেন্ট অনুযায়ী ৫৪২৬ টি আবেদনকারীর জন্য সংগীত, নৃত্য, সঞ্চালক ও নাটক ইত্যাদি শ্রেণীর অডিশন চলছে। অডিশনের মাধ্যমে নির্বাচিত শিল্পীদের পরবর্তী সময় বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এদিন এছাড়াও উপস্থিত ছিলেন অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য।