স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ২২ জুন :রাস্তা সংস্কারের দাবিতে গন্ডাছড়া – রহস্যাবাড়ি সড়ক অবরোধ করল গন্ডাছড়া নারায়ণপুর মগপাড়ার মানুষ। অভিযোগ দীর্ঘদিন ধরে মগ পাড়া সড়কের বেহাল দশা। এ বিষয়ে বহুবার দফতরের আধিকারিকদের অবগত করা হলে মহকুমা শাসক থেকে শুরু করে পূর্ত দপ্তরের অফিসার পর্যন্ত এলাকায় এসে রাস্তাতে পরিদর্শন করে গেছেন।
কিন্তু পরিদর্শনের পর রাস্তার কাজে হাত লাগায়নি প্রশাসন। সম্প্রতি বৃষ্টির ফলে রাস্তায় অতিমাত্রায় জল জমে যায়। ফলে আশপাশে ব্যবসায়ী ও পথচারীদের সমস্যায় পড়তে হয়। তাই পথ অবরোধে বাধ্য হয়েছে বলে জানান অবরোধকারীরা। ঘটনার খবর পেয়ে ছুটে যায় পুলিশ। কিন্তু পুলিশে আশ্বাসে অবরোধ প্রত্যাহার না হওয়ায় ছুটে যায় ডি সি এম। ডি সি এম -এর আশ্বাসে পরবর্তী সময় অবরোধ প্রত্যাহার করে তারা। তবে তারা স্পষ্ট জানিয়ে দেন যদি অবিলম্বে রাস্তার কাজে হাত লাগানো না হয় তাহলে তারা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে, তখন জেলা শাসক ঘটনাস্থলে ছুটে আসলও অবরোধ মুক্ত করবে না।