স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ২২ জুন :কল্যাণপুরে পাথর বুঝাই গাড়ি উল্টে আহত চালক। ঘটনা বৃহস্পতিবার দুপুরে কল্যাণপুর লোকনাথ আশ্রম সংলগ্ন রাস্তায়। জানা যায় TR-05B-1729 নাম্বারের গাড়িটি পাথর নিয়ে চুড়াইবাড়ি থেকে কল্যাণপুরের উদ্দেশ্যে যাচ্ছিল।
খোয়াই-তেলিয়ামুড়া সড়ক লাগোয়া কল্যাণপুর লোকনাথ আশ্রমের পিছনের রাস্তা দিয়ে যাওয়ার সময় গাড়িটি উল্টে ধান ক্ষেতে পড়ে যায়। এতে করে গাড়িতে থাকা সমস্ত পাথর জমিতে পড়ে যায়। আহত হয় চালক জামাল উদ্দিন। তার বাড়ি ধর্মনগরে। দুর্ঘটনার সাথে সাথে আহত গাড়ি চালককে উদ্ধার করে কল্যাণপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত গাড়ি চালকের কানে আঘাত লেগেছে। স্থানীয় এক ব্যক্তি জানান ওনারা ঘটনাস্থলের অদূরে দাঁড়ানো অবস্থায় ছিলেন। গাড়িটি রাস্তা দিয়ে ঢুকার পর আচমকা উল্টে গিয়ে ধান ক্ষেতে পরে যায়।