স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ১৮ জুন : আমবাসা পুর পরিষদের প্রত্যেকটি ওয়ার্ডে প্রচুর সমস্যা রয়েছে রাস্তাঘাট, বিদ্যুৎ, পানীয় জল সহ বিভিন্ন সমস্যা নিত্যদিনের হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যে বিগত কয়েক দিনের বৃষ্টির ফলে বিদ্যুৎ এর সাথে পানীয় জলের নতুন করে সমস্যা তৈরি হয়েছে। আমবাসা পুর পরিষদের ৯ নাম্বার ওয়ার্ড চান্দ্রাইছড়া এলাকায় বিগত তিন চারদিন ধরে পানীয় জলের তীব্র সঙ্কট দেখা দিয়েছে।
অভিযোগ প্রায় সময় এই এলাকায় জলের সমস্যা লেগেই থাকে। এদিকে রবিবার বিকালে চান্দ্রাইছড়া এলাকার প্রমীলা বাহিনী আমবাসা রেল স্টেশন – কচুছড়া সড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ছুটে গিয়ে অবরোধ কারীদের সাথে কথা বলে, কিন্তু তারা দাবি করেন পানীয় জল না পেয়ে আন্দোলন প্রত্যাহার করবে না। কিছুক্ষণ পর ৯ নং ওয়ার্ডের কাউন্সিলার সুমন দেবনাথ ঘটনাস্থলে যান। কথা বলেন ভুক্তভোগীদের সাথে। অবশেষে কাউন্সিলার আশ্বাস দেন এদিন রাতের মধ্যে প্রত্যেক বাড়িতে জল পৌঁছে দেবেন। তিনি আরো বলেন পানীয় জলের সমস্যা আপাতত শেষ হয়েছে। আগামী দিনে যাতে এমন পরিস্থিতি তৈরী না হয় তার জন্য যথাসাধ্য চেষ্টা করবেন। এই আশ্বাস পেয়ে অবরোধ প্রত্যাহার করে নেয় এলাকাবাসী। এই অবরোধের ফলে রাস্তার দুইপাশে আটকে পরে প্রচুর যানবাহন। এখন দেখার চান্দ্রাইছড়া এলাকার পানীয় জলের সমস্যা কবে নাগাদ শেষ হয়।