স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ১৮ জুন : গাঁজা পাচারকারীকে জিজ্ঞাসাবাদ করে আরো এক পান্ডাকে জালে তুলতে সক্ষম হলো কুমারঘাট থানার পুলিশ। ঘটনার বিবরণে জানা যায় গত ১৩ জুন কুমারঘাট রেল স্টেশনে গাঁজা সহ এক ব্যক্তিকে আটক করেছিল পুলিশ। অভিযুক্ত ব্যক্তির নাম ধীমান দত্ত।
পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে সারদা পল্লী এলাকা থেকে বাবুল ভূষণ দাসকে শনিবার রাতে গ্রেপ্তার করে। কুমারঘাট থানার পুলিশ তার কাছ থেকে এক লক্ষাধিক টাকাও উদ্ধার করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করে গোটা গ্যাং জালে তুলতে সক্ষম হবে বলে ধারণা পুলিশের।