স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ১৮ জুন : রবিবার সকাল ১১ টা থেকে মুষলধারে দেড় ঘন্টা লাগাতার বৃষ্টি হয়। গোটা আগরতলা শহর জলমগ্ন হয়ে পড়ে। যেসব এলাকায় বিগত দিনে জল জমে নি, সেই সব এলাকায় পর্যন্ত এদিন জল জমে যায় এদিন। এর মধ্যে লক্ষ্য করা গেল এক নজিরবিহীন ঘটনা। অসাবধানতার কারণে কাটাখালের জলে তলিয়ে গেল সাতটি গাড়ি। গাড়ি গুলি রাজধানীর উজান অভয়নগর নেতাজি ক্লাব সংলগ্ন এলাকায় পার্কিং করানো অবস্থায় ছিল।
গাড়ির কর্ণধারদের অসাবধানতা কারণে গাড়িগুলি বৃষ্টির সময় সরানো হয়নি। কাটা খালের জল বেড়ে গ্রাস করে আশপাশ এলাকা। এর মধ্যে এই নেতাজি ক্লাব সংলগ্ন নিচু ভূমিটির মধ্যে থাকা সাতটি গাড়ি নদীর জলের স্রোতে ভেসে যায়। গাড়ি গুলি কিছুটা দূর গিয়ে আটকে পড়ে আবর্জানা স্তপে। পরবর্তী সময়ে এলাকাবাসী গাড়ি গুলি নদীর জলে ভাসতে দেখে ছোটাছুটি শুরু করে। সাথে সাথে শুরু হয় গাড়িগুলি উদ্ধারের কাজ। এলাকাবাসীর সূত্রে জানা যায় যাদের দাড়ি ভেসে গেছে তাদের বাড়িতে গাড়ি পার্কিং করা জায়গা নেই। এবং এদিন রবিবার হওয়ায় সাতটি গাড়ি একসাথে দাঁড় করানো ছিল। গাড়ি গুলি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।