স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ জুন : এক বছরের মধ্যেই আগরতলা এমবিবি বিমান বন্দরের আধুনিক টার্মিনাল ভবনের ছাদ চুঁইয়ে পড়ছে বৃষ্টির জল। প্রায় ৪০০ কোটি টাকা ব্যয় করে এই আধুনিক টার্মিনাল ভবনকে নির্মাণ করা হয়েছে। বেশ জাঁকজমকভাবে টার্মিনাল ভবনটি উদ্বোধন করেন মন্ত্রীরা। কিন্তু টার্মিনাল ভবনটি উদ্বোধনের পর থেকে লক্ষ্য করা যাচ্ছে ছাদ চুঁইয়ে বৃষ্টির জল পড়তে। রবিবারও টার্মিনাল ভবনের বিভিন্ন জায়গা দিয়ে জল পড়তে দেখা গেছে।
তবে সবচেয়ে বড় বিষয় হলো টিকিট বুকিং কাউন্টারের মধ্যে ছাদ চুঁইয়ে বৃষ্টির জল পড়েছে। শেষ পর্যন্ত বন্ধ হয়ে পড়ে টিকিট বুকিং। টিকিট বুকিং -এর কম্পিউটার সহ অন্যান্য যন্ত্রাংশ এদিন ঢেকে রাখতে হয় কর্মীদের। এর ফলে ছাতা মাথায় দিয়ে বসে থাকে টিকেট বুকিং কাউন্টারে কর্মীরা। দুর্ভোগ পোহাতে হয়েছে যাত্রীদের। সূত্রের জানা যায় এয়ারপোর্ট অথরিটি দক্ষিণ ভারতের একটি নির্মাণ সংস্থাকে দিয়ে টার্মিনাল ভবনকে নির্মাণ করেছে। সংস্থার কর্মীরা অত্যন্ত নিম্ন কাজ করার কারণে বর্তমানে ছাদ চুঁইয়ে জল পড়ছে।
আরো জানা যায় টিনের ছাউনির সংযোগস্থানে কয়েকটি জায়গায় লিক হয়ে বৃষ্টির জল পড়ছে। তবে বর্ষার মরশুমে প্রতিদিন যদি বিমান বন্দরের কর্মী এবং যাত্রীদের এভাবে দুর্ভোগ পোহাতে হয় তাহলে আধুনিক টার্মিনাল ভবনের তাকমা মুছে যাওয়া সময়ের অপেক্ষা। কারণ আন্তর্জাতিক বিমানবন্দরে এই ধরনের দৃশ্য হয়তো যাত্রীরা প্রথম দেখছে।