স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ জানুয়ারি : গত ৫ জানুয়ারি ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের পঞ্চম এবং ষষ্ঠ সেমিস্টারের ছাত্র ছাত্রীদের পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। আগামী ১০ জানুয়ারি থেকে পরীক্ষা শুরু হবে। ফলে ছাত্র ছাত্রীরা সঠিকভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে পারবে না বলে আশঙ্কা করা হচ্ছে।
তাই রাজ্য এন এস ইউ আই পক্ষ থেকে দাবি জানানো হচ্ছে যাতে পরিক্ষা রুটিন প্রত্যাহার করা হয়। এবং একমাস সময় দিয়ে যাতে পরীক্ষা গ্রহণ করা হয়। শনিবার সাংবাদিক সম্মেলন করে প্রদেশ এন এস আই নেতা সম্রাট রায় এ কথা জানান। পাশাপাশি স্কুল-কলেজগুলিতে যাতে করোনা নির্দেশিকা সঠিকভাবে মানা হয় তার জন্য আহ্বান জানান। কারণ স্কুল কলেজগুলোতে কোভিড নির্দেশিকা মানা হচ্ছে না। নিয়মিত স্কুল কলেজ সিনেটাইজ হচ্ছে না। ফলে ছাত্রছাত্রীদের করোনা আক্রান্ত হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করে সাম্রাট রায়। আর ইশান উদয় স্কলার্শিপ যাতে মেরিট লিস্টের নিয়ম অনুসারে দেওয়া হয় তার দাবি জানান তিনি।