স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ জানুয়ারি : বটতলা উদ্বাস্তু বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বটতলা বাজারের সবজি শেড ঘরে মেয়র দীপক মজুমদারকে সংবর্ধনা জানানো হয়। পুষ্পস্তবক তুলে দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে মেয়র দীপক মজুমদার বক্তব্য রেখে বলেন, পূর্বের সরকার শুধুমাত্র দলের স্বার্থ এবং ব্যক্তিস্বার্থের জন্য উন্নয়ন দীর্ঘসময় স্তব্ধ করে রেখেছিল।
শহরে বাজারে গুলি উন্নয়ন হয়নি। ভারতীয় জনতা পার্টি জনপ্রতিনিধিরা নির্বাচনের আগে বলেছিলেন উন্নয়ন করা হবে বাজারগুলির, আর সে মোতাবেক ইতিমধ্যেই উন্নয়নের কাজের পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে বলে জানান মেয়র দীপক মজুমদার। এবং কোনো দুর্ঘটনা ঘটলেই যাতে বাজার গুলির মধ্যে অ্যাম্বুলেন্স ও দমকলের ইঞ্জিন প্রবেশ করতে পারে সেই ব্যবস্থা করা হবে। এতে কিছু ব্যবসায়ির ক্ষতি হতে পারে, কিন্তু ব্যবসায়ীদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারবে। আরে এছাড়াও বাজারে আসা ক্রেতাদের স্বাচ্ছন্দ্যের দিকে বিশেষ গুরুত্ব দিয়ে বাজার সাজানো হবে। তিনি বলেন যেহেতু কাজ করার সুযোগ পেয়েছেন তাই আগরতলা শহর পাল্টে দেওয়া হবে। গোটা শহরকে নতুন করে সাজিয়ে তোলা হবে বলে জানান তিনি। এদিন অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্যরা।