স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ জুন : নয়া পেনশন আইন বাতিল করা, রাষ্ট্রীয় সংস্থার বেসরকারিকরণ বন্ধ করা এবং সমস্ত শূন্যপদ পূরণ করা সহ আট দফা দাবিতে এ আই এস জি ই এফ, সি সি জি ই এবং ডব্লিউ -র আহবানে ত্রিপুরা রাজ্য ও কেন্দ্রীয় সরকারি ও অন্যান্য অংশের শিক্ষক কর্মচারী সংগঠন সমূহের রাজ্যভিত্তিক যৌথ কনভেনশন অনুষ্ঠিত হয়।
আগরতলা টাউন হলে আয়োজিত এই দিনের কনভেনশনে উপস্থিত ছিলেন এ আই এস জি ই এফ -এর সর্বভারতীয় সভাপতি সুভাষ নাম্বা, ত্রিপুরা সরকারি কর্মচারী সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক স্বপন বল সহ অন্যান্য নেতৃত্ব। সর্বভারতীয় সভাপতি সুভাষ নাম্বা বলেন, ২০১৮ সালের আগে রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে প্রতিশ্রুতি ছিল মিসকল দিলেই চাকরি মিলবে। কিন্তু দেখা গেছে পাঁচ বছরে ৫০০০ এর চেয়েও কম চাকরি দিয়েছে। এদিকে দেশে মোদি সরকার বলেছিলেন বছরে ২ কোটি চাকরি দেবে।
নয় বছরে তাহলে ১৮ কোটি চাকুরি হওয়ার কথা ছিল। কোথায় সে চাকরি প্রশ্ন তুলেন তিনি। পার্লামেন্টে যখন এ বিষয়ে প্রশ্ন করা হয়েছে তখন সাংসদ জবাব দিয়েছেন দেশে ৭ লক্ষ ১০ হাজার চাকরি দিয়েছে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার। এর মধ্যে যারা গাড়ি ক্রয় করেছে তাদের এই চাকুরির পরিসংখ্যানে আওতায় নিয়ে এসেছে সরকার। তাই এই সরকারের বিরুদ্ধে লড়াই গড়ে তুলতে হবে বলে জানান তিনি। সরকারে সমালোচনা করে তিনি আরও বলেন কুস্তিগিররা যখন দেশে পদক নিয়ে এসেছিল তখন তাদের চা খেতে ডেকেছিলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সে সময় কুস্তিগীরদের কাঁধে হাত রেখে বলেছিলেন আপনারা এই পরিবারের সদস্য। আজ যখন তারা যৌন হেনস্থার শিকার হয়ে কাঁদছে তখন তাদের কথা শুনছেন না এই প্রধানমন্ত্রী। সুতরাং কৃষক আন্দোলনের মতো সরকারি বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার জন্য এই দিন আয়োজিত আলোচনা সভা থেকে অক্সিজেন দেন নেতৃত্ব।