Saturday, January 25, 2025
বাড়িরাজ্যআগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্টে ২ কেজি ২৩ গ্রাম হেরোইন সহ ধৃত এক ব্যক্তি,...

আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্টে ২ কেজি ২৩ গ্রাম হেরোইন সহ ধৃত এক ব্যক্তি, হেরোইনের আন্তর্জাতিক বাজার মূল্য ১৪.১৬ কোটি টাকা



আগরতলা, ১০ জুন (হি.স.) : বাংলাদেশ থেকে আগরতলায় প্রবেশের পথে ২ কেজি ২৩ হেরোইন সহ এক ব্যক্তিকে গ্রেফতার করে কাস্টমস। উদ্ধার ওই হেরোইনের আন্তর্জাতিক বাজার মূল্য প্রায় ১৪ কোটি ১৬ লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন আগরতলা ল্যান্ড কাস্টম স্টেশনের সহকারী কমিশনার অভ্যুদয় গুহ।

তিনি এক প্রেস বার্তায় জানিয়েছেন, আগরতলা কাস্টম ডিভিশনের অধীনে ইন্টিগ্রেটেড চেক পোস্টের কাস্টম আধিকারিকদের কাছে আসা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ২ কেজি ২৩ গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে। সাথে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার কালো স্যুটকেস নিয়ে বাংলাদেশের আখাউড়া দিয়ে আগরতলায় প্রবেশের পথে তাঁকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নিয়েছে কাস্টমস।

ওই প্রেস বার্তায় আরও জানানো হয়েছে, আগরতলা ইন্টিগ্রেটেড চেক পোস্টে ওই ব্যক্তিকে তল্লাশি করে তাঁর স্যুটকেসে এক্স-রে রোধক কাগজের বোর্ড দিয়ে মোড়ানো অবস্থায় দুইটি প্যাকেটে ২০২৩ গ্রাম অর্থাৎ ২ কেজি ২৩ গ্রাম সাদা পাউডার উদ্ধার হয়েছে। প্রেস বার্তায় দাবি, ওই হেরোইন এমনভাবে আনা হয়েছিল কোন এক্স-রে মেশিনে তা ধরা পড়া অসম্ভব ছিল। শুধু মাত্র সঠিক পরিকল্পনায় দ্রুত ব্যবস্থাপনার দরুণ ওই নেশা সামগ্রী বাজেয়াপ্ত করা সম্ভব হয়েছে। ধৃত ব্যক্তিকে জেল হেফাজতে পাঠানো হয়েছে।

সূত্রের খবর, ধৃত ব্যক্তি মিজোরামের সারচিপ জেলার বাসিন্দা। তাঁর নাম থমাস। তিনি দোহা থেকে বিমানে ওই হেরোইন নিয়ে ঢাকায় আসেন। সেখান থেকে সড়কপথে আগরতলায় প্রবেশের চেষ্টা করেছিলেন। কিন্তু, আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্টে কাস্টমস-র কঠোর নজরদারি এবং দ্রুত ব্যবস্থাপনায় হেরোইন সহ ওই ব্যক্তিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য