স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ জুন : রবিবার সকালে আসামের বদরপুরে দুই লরির মুখোমুখি সংঘর্ষে এক লরি চালকের ঘটনাস্থলেই মৃত্যু। অপর লরি চালক গুরুতর আহত হয়েছে। জানা যায়, এদিন সকালে এ এস ০১ জি সি ৭৪৪৭ নম্বরের একটি লরি করিমগঞ্জ পণ্য নিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা এ এস ০১ ইসি ৭৯৭৮ নম্বরের লরির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
ঘটনাস্থলেই মৃত্যু হয় এক লরি চালকের। মৃত লরি চালকের নাম বাবর হোসেন। বাড়ি আসামের বাখরচাল গ্রামে। আহত অপর লরি চালকের নাম বিকাশ দাস। তার বাড়ি রাজ্যের কাঞ্চনবাড়িতে বলে জানা গেছে। দুর্ঘটনার পর আহত লরি চালককে শিলচর মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসা চলছে তার। এদিকে বদরপুর থানার পুলিশ দুর্ঘটনার তদন্তে নেমেছে।