স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ জুন : বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার পৌরহিত্যে মন্ত্রিসভার বৈঠকে নিয়োগ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করল রাজ্য সরকার। মন্ত্রীসভার বৈঠক শেষে মহাকরণে সাংবাদিক সম্মেলন করে মন্ত্রী সুশান্ত চৌধুরী মন্ত্রীসভায় গৃহীত সিদ্ধান্তের বিষয়ে জানান।
তিনি বলেন রাজস্ব দপ্তরে অধিন অ্যাসিস্টেন্ট সার্ভেয়ার অফিসার পদে ৬ জন, কানুনগ পদে ১০ জন, আমিন পদে ১২৫ জন এবং সার্ভেয়ার পদে ৫ জনকে নিয়োগ করার বিষয়ে মন্ত্রীসভার বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অ্যাসিস্টেন্ট সার্ভেয়ার অফিসারের ৬ টি শূন্য পদে এবং কানুনগ ১০ টি শূন্য পদে টিপিএসসি-র মাধ্যমে নিয়োগ করা হবে। আমিনের ১২৫ টি শূন্যপদে ও সার্ভেয়ারের ৬ টি শূন্যপদে রাজস্ব দপ্তর পরীক্ষার মাধ্যমে নিয়োগ করবে বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। ১৩ তম ত্রিপুরা বিধানসভার দ্বিতীয় অধিবেশন ৭ জুলাই থেকে শুরু হবে। এইটা হবে বাজেট অধিবেশন। মন্ত্রীসভার বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী।
তিনি আরও জানান পর্যটন দপ্তর উইকেন্ড টুরিস্ট হাব গড়ার পরিকল্পনা গ্রহণ করেছে। উজ্জয়ন্ত প্যালেসের সামনে থাকা পার্ক থেকে জ্যাকশন গেইট পর্যন্ত, এবং রবীন্দ্র ভবন চৌমুহনী ও লক্ষ্মী নারায়ন বাড়ির সামনে পর্যন্ত রাস্তায় শনি ও রবিবার বিকাল ৪ টা থেকে রাত্রি ৯ টা পর্যন্ত নো এন্ট্রি জোন থাকবে। এই সময়ের মধ্যে এই রাস্তায় কোন গাড়ি প্রবেশ করতে পারবে না। পর্যটকদের কথা চিন্তা করে পর্যটন দপ্তর এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। রাজবাড়ির সামনে নতুন করে আরও সেলফি পয়েন্ট করা হবে। পাশাপাশি নো এন্ট্রি জোনে অস্থায়ী খাবারের দোকান বসানো হবে। সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্য সেখানে একটা স্থায়ি মঞ্চ করা হবে। রাজবাড়ির অভ্যন্তরে থাকা লেইকে বোটিং-এর ব্যবস্থা থাকবে। সহসাই মুখ্যমন্ত্রীর হাত ধরে উইকেন্ড টুরিস্ট হাবের উদ্বোধন করা হবে বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী।