Friday, March 29, 2024
বাড়িরাজ্যপ্রায় দেড় কোটি টাকার অবৈধ নেশা জাতীয় কফ সিরাপ বাজেয়াপ্ত

প্রায় দেড় কোটি টাকার অবৈধ নেশা জাতীয় কফ সিরাপ বাজেয়াপ্ত

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ জুন : গোশালার আড়ালে চলছে নেশার র‍্যাকেড! এই অভিযোগ দীর্ঘদিন ধরে উঠলেও কান দিয়ে জল ঢোকেনি পুলিশের। অবশেষে অভিযান চালিয়ে সাফল্য পেল মধুপুর থানার পুলিশ। সূত্রে খবর দীর্ঘদিন ধরে গোশালার গবাদী পশুর খাবারের সাথে বহিরাজ্য থেকে রাজ্যে প্রবেশ করছে অবৈধ নেশা সামগ্রী। শনিবার রাতে বাংলাদেশে পাচারে উদ্দেশ্যেই বিশালগড়ে প্রবেশ করেছিল একটি লরি।

 প্রায় দেড় কোটি টাকার অবৈধ নেশা জাতীয় কফ সিরাপ বাজেয়াপ্ত করা হয়। পুলিশ জানায় বিশালগড় মধুপুর থানাধীন দেবীপুরের এক গোশালার গবাদী পশুর খাদ্য সামগ্রী বোঝাই এই লরি সন্দেহজনক ভাবে আটক করে মধুপুর থানার পুলিশ। শনিবার মধ্যরাতে মধুপুর থানাধীন পূণ্য সেনাপতি পাড়া এলাকা থেকে আটক UP 70 CT 4611 নম্বরের উত্তর প্রদেশের ১২ চাকার লরি থেকে এই নিষিদ্ধ কফ সিরাপগুলি উদ্ধার করা হয়। রাতেই গাড়িকে আটক করে বিশালগড় মহকুমার মধুপুর থানার পুলিশ। নিরাপত্তার স্বার্থে শনিবার রাতে লরিটি বিশালগড় থানায় নিয়ে আসা হয়। রবিবার সকাল থেকে বিশালগড় মেজিস্ট্রেটের উপস্থিতিতে লরিটি তল্লাশি চালিয়ে এসকফ নামক অবৈধ নেশা সামগ্রী উদ্ধার করা হয়। ৩০০ কার্টুনে প্রায় ৪৮ হাজারের বেশি বোতল গাড়ি থেকে নামানো হয়েছে। গাড়ির চালক অঙ্কুশ শুক্লা এবং সহ চালক রাজন সিং -কে আটক করেছে পুলিশ। পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে একটি মামলা নিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে। তবে মূল পাণ্ডাদের গ্রেপ্তার করতে পারবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। পুলিশ শুধুমাত্র পাচারকারীদেরই গ্রেফতার করে দায়িত্ব শেষ করে নেয়। পাচারকারীদের পাশাপাশি মূল পাণ্ডাদেরও গ্রেপ্তার করার দাবি উঠতে শুরু করেছে স্থানীয়দের কাছ থেকে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য