Saturday, January 25, 2025
বাড়িরাজ্যনর্থ- ইস্টার্ন জোন-থ্রীর কার্যকরী কমিটির বৈঠক হবে ত্রিপুরায় : অধ্যক্ষ

নর্থ- ইস্টার্ন জোন-থ্রীর কার্যকরী কমিটির বৈঠক হবে ত্রিপুরায় : অধ্যক্ষ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ জুন : কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশনের ইন্ডিয়া রিজনে ৪ টি জোন আছে। জোনগুলির আলাদা করে সম্মেলন হয়। নর্থ- ইস্টার্ন জোন-থ্রীর কার্যকরী কমিটির বৈঠক হবে ত্রিপুরায়। এতে এই জোনের সমস্ত রাজ্যের বিধানসভার অধ্যক্ষ- উপাধ্যক্ষ, বিধানসভার সচিব ও আধিকারিকরা অংশ নেবেন। ৪ জুন তাঁরা ত্রিপুরায় আসবেন। ৬ জুন ফিরে যাবেন।

৫ জুন দুপুরে ত্রিপুরা বিধানসভায় হবে এই কার্যকরী কমিটির বৈঠক। রবিবার বিধানসভা নিজ কক্ষে সাংবাদিক সম্মেলন করে এ বিষয়ে জানান বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। অধ্যক্ষ জানান উত্তর- পূর্বাঞ্চলের কোন রাজ্যে সি পি এ-র পরবর্তী সম্মেলন হবে তা নিয়ে আলোচনা হবে। পাশাপাশি আগামী বৈঠকে কে সভাপতিত্ব করবেন তা নিয়েও কথা হবে। যোগাযোগ ব্যবস্থা, পরিকাঠামো উন্নয়ন, জাতীয় সড়ক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। অরুণাচলের বিধানসভার অধ্যক্ষ বৈঠকে সভাপতিত্ব করবেন।

 অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন আরও জানান, যারা আসবেন তাদের রাজ্য অতিথি হিসেবে ঘোষণা করা হয়েছে। কোন ধরণের ত্রুটি না থাকে বৈঠক সফল করার সমস্ত চেষ্টা চলছে। বৈঠকে যোগ দিতে প্রতিনিধিরা রবিবারি এসে পৌছেছেন। এদিন সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে নৈশ্যভোজে অংশ নেবেন। সোমবার সকালে উদয়পুর মাতাবাড়ি, নিরমহল সহ বিভিন্ন জায়গায় ঘুরে দেখবেন তাঁরা। মোট ৪১ জন আসছেন। আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ রাম প্রসাদ পাল, বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, সচিব।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য