স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ জুন : রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে এ আই ডি এস ও ত্রিপুরা রাজ্য সাংগঠনিক কমিটি অনলাইনে ছাত্রছাত্রীদের মধ্যে বসে আকোঁ, আবৃত্তি এবং প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করেছিল। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্র ছাত্রীদের মধ্যে বিজয়ীদের পুরস্কার সহ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়েছিল আগামী ৬ জুন মুক্তধারা অডিটোরিয়াম হলে।
কিন্তু অনিবার্য কারণবশত অনুষ্ঠানটি মুক্তধারা অডিটোরিয়াম হলের পরিবর্তে নজরুল কলাক্ষেত্রে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সংগীত, আবৃত্তি, নাটক, নৃত্য ছাড়াও প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সর্বভারতীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য হিল্লোল ভট্টাচার্য। পাশাপাশি এই অনুষ্ঠানে দুঃস্থ ছাত্র ছাত্রীদের মধ্যে শিক্ষা সামগ্রী ও বিতরণ করা হবে। অনুষ্ঠানে ছাত্র ছাত্রী, অভিভাবক সহ সকল অংশের জন সাধারণকে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সফল করতে সংগঠনের পক্ষ থেকে আহ্বান জানান উদ্যোক্তারা।