-স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ জুন :দূষণ নিয়ন্ত্রণ করতে বাই সাইকেলের বড় ভূমিকা রয়েছে। বাইসাইকেল দিয়ে বায়ু, শব্দ কোনো দূষণই হয় না। ৩ জুন বিশ্ব বাই সাইকেল দিবস। ২০১৮ সাল থেকে এই দিনটি উদযাপন করা হচ্ছে।
শনিবার তারই অঙ্গ হিসাবে পশ্চিম জেলার স্বাস্থ্য আধিকারিক এর উদ্যোগে বাইসাইকেল ফর হেলথ -এই ভাবনাকে সামনে রেখে রাজধানীতে এক বাইসাইকেল রেলির আয়োজন করা হয়। রেলির সূচনা করেন পশ্চিম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ দেবাশীষ দাস। একই সঙ্গে তিনি রেলিতে অংশ নেন।
প্যালেস কম্পাউন্ড স্থিত পশ্চিম জেলা মুখ স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ের সামনে থেকে রেলিটি শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। প্রতিটি জেলা সদরে এই দিনটি উদযাপন করা হচ্ছে। প্রযুক্তির বিকাশের ফলে যান বাহনের সংখ্যা বাড়ছে। কিন্তু পরিবেশ এবং মানুষকে শারীরিক ভাবে সুস্থ রাখতে বাই সাইকেলের ব্যবহার বাড়াতে হবে বলে জানান পশ্চিম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ দেবাশীষ দাস।