স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ জুন : মালঞ্চ নিবাস সংলগ্ন জল পরিশোধন কেন্দ্র থেকে সরবরাহকৃত পানীয় জলের গুণগতমান উন্নত করা, প্রতিদিন দুবেলা সরবরাহকৃত পানীয় জল সরবরাহের সময়সীমা বৃদ্ধি করা সহ ছয় দফা দাবিতে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি অভয়নগর অঞ্চল কমিটির পক্ষ থেকে রাজধানীর ভুতুরিয়া এলাকায় জল বোর্ড অফিসে ডেপুটেশন প্রদান করা হয়।
অফিসের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ডি দাশগুপ্তের হাতে দাবি সনদ তুলে দেন নারী সমিতির প্রতিনিধি দলটি। তারা জানান প্রচন্ড খরা মরশুমে পানীয় জলের তীব্র অভাব। নিয়মিত জল প্রদান করা হয় না। এতে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকার মহিলারা। অথচ সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে কোন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না তাই তারা ডেপুটেশন প্রদান করতে এসেছে। প্রতিনিধি দলের উপস্থিত ছিলেন নেহেরা বেগম, মঞ্জুলি ভট্টাচার্য, দুলু কর সহ অন্যান্যরা।