স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ জুন : বিবেকানন্দ বিচার মঞ্চের অধীন অফিস মনিটরিং সেলের পক্ষ থেকে সদর মহকুমা শাসক অফিসে শুক্রবার জল ছত্রের আয়োজন করা হয়। কারণ বাইরে প্রচন্ড তাপদাহের কারণে মানুষ ব্যতিবস্ত।
বিভিন্ন প্রয়োজনে সদর মহকুমা শাসক অফিসে এসে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ক্লান্ত হয়ে পড়ছে সকলে। বিশেষ করে প্রবীনদের অবস্থা করুণ। তাই এই জল ছত্রের আয়োজন করা হয়েছে বলে জানান তহশিলদার কৌশিক চক্রবর্তী।
তিনি আরো জানান আগামী দিন জলের সাথে গ্লুকোজ মিশিয়ে মানুষের ক্লান্তি দূর করতে উদ্যোগ নেবে। অনেকে মুখে আবার শোনা যায় ভিন্ন সুর। সকাল থেকে এসে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হয় সাধারণ মানুষকে। অফিসে কর্মীদের কচ্ছপের গতিতে কাজে ভোগান্তির শিকার তারা। তাই প্রশাসনিক কর্মীদের কাছে দাবি জানায় দ্রুত কাজ করার জন্য।