Friday, January 17, 2025
বাড়িরাজ্যত্রিপুরা মেডিকেল ট্যুরিজম পলিসি লঞ্চ করবে : মু্খ্যমন্ত্রী

ত্রিপুরা মেডিকেল ট্যুরিজম পলিসি লঞ্চ করবে : মু্খ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ মে : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দায়িত্ব গ্রহণের পর প্লেনিং কমিশনের নাম পরিবর্তন করে নিতি আয়োগ করা হয়েছে। সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত নিতি আয়োগের বৈঠকে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও কেন্দ্র শাসিত রাজ্যের লেফটেনেন্ট গভর্নররা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির নেতৃত্বে হয় এই বৈঠক।

বৈঠকে ত্রিপুরা রাজ্য থেকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। নিতি আয়োগের বৈঠক শেষে রাজ্যে ফিরে আসার পর সোমবার মুখ্যমন্ত্রী মহাকরণে সাংবাদিক সম্মেলনে মিলিত হয়ে বলেন, নিতি আয়োগের বৈঠকে রাজ্যকে ৮ টি পয়েন্টের উপর কথা বলার জন্য বলা হয়েছিল। তার মধ্যে প্রথমে রয়েছে লক্ষ্য ২০৪৭। অর্থাৎ আগামী ২৫ বছর ত্রিপুরা রাজ্যে কি কি কাজ করা হবে সেই বিষয়ে তুলে ধরা হয়েছে। ক্ষুদ্র, অতি ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উপর বেশি জোর দেওয়া হয়েছে। ত্রিপুরা রাজ্যের তিন দিকে রয়েছে বাংলাদেশ। স্বাভাবিক ভাবেই রাজ্যের রপ্তানি বাণিজ্যের সুবিধা রয়েছে।

সেই বিষয় গুলি নিতি আয়োগের বৈঠকে তুলে ধরা হয়েছে। সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোগপতিরা যেন বিনিয়োগের ক্ষেত্রে এগিয়ে আসে তার জন্য অতিরিক্ত মূলধন সাবসিডির কথা বলা হয়েছে। ইতিমধ্যে ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট প্রমোশন ইনসেন্টিভ স্কিম চালু করা হয়েছে। সেই বিষয়েও নিতি আয়োগের বৈঠকে তুলে ধরা হয়েছে। ত্রিপুরা রাজ্যের পূর্বে মুল্ধনি ব্যয় ছিল ৮৩৫ কোটি টাকা। বর্তমানে তা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২২০০ কোটি টাকা। রাজ্যের পাশাপাশি বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা গুলিও মুলধনি ব্যয় করে থাকে। তাতে করে দেখা যায় রাজ্যে মোট মূলধনি ব্যয় ৫ হাজার থেকে ৬ হাজার কোটি টাকায় গিয়ে দাড়ায়। ফলে রাজ্যের পরিকাঠামোগত উন্নয়ন হচ্ছে। বিনিয়োগকারীরা যেন রাজ্যের সুবিধা গুলি সম্পর্কে জানতে পারে তার জন্য বিভিন্ন সময় বিনিয়োগকারিদের নিয়ে সামিট করা হয়। শিল্প স্থাপনের জন্য প্রয়োজনীয় জায়গাও চিহ্নিত করেছে রাজ্য সরকার। রাজ্যের শিল্প তালুক গুলিকে আরও বেশি উন্নত করার জন্য এডিবি থেকে অর্থ চাওয়া হয়েছিল।

এডিবি অর্থ প্রদানের বিষয়ে সম্মতি দিয়েছে। এই বিষয়েও নিতি আয়োগের বৈঠকে তুলে ধরেছেন বলে জানান মুখ্যমন্ত্রী। মহিলা স্বশক্তিকরণের জন্য ত্রিপুরা রাজ্যে সরকারি চাকুরির ক্ষেত্রে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। শুধুমাত্র মহিলাদের নিয়ে একটি টিএসআর বাহিনী তৈরি করার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। মহিলা স্ব-সহায়ক দলের বিষয়েও নিতি আয়োগের বৈঠকে তুলে ধরা হয়েছে। প্রধানমন্ত্রী সর্বদা বলে থাকেন লোকাল ফর ভোকাল। তার রাজ্য সরকার দক্ষতা বৃদ্ধির উপর জোর দিয়েছে। রাজ্য সরকার প্রায় ১ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে দেশের ও বিদেশী পর্যটকদের রাজ্যে টানতে। রাজ্য সরকার সহসাই ত্রিপুরা মেডিক্যাল ট্যুরিজম পলিসি লঞ্জ করতে চলেছে। মুখ্যমন্ত্রী আরও জানান নিতি আয়োগের বৈঠক শেষে মুখ্যমন্ত্রী কনক্লেভ অনুষ্ঠিত হয়। সেখানে বিজেপি শাসিত সকল রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত ছিলেন। মিটিং-এ ত্রিপুরা বিভিন্ন বিষয়ে জানতে চাওয়া হয়েছিল। সব গুলি বিষয় তুলে ধরেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর নির্মাণের ক্ষেত্রে প্রশংসিত হয়েছে ত্রিপুরা। এদিন সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী সাথে ছিলেন মুখ্য সচিব জে কে সিনহা সহ অন্যান্য আধিকারিক।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য