স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ মে : রাজ্যে অতিমাত্রায় বাড়ছে তামাক সেবন। সোমবার পশ্চিম জেলা শাসক কার্যালয়ের কনফারেন্স হলে তামাক দ্রব্য নিয়ন্ত্রণে আইন প্রয়োগকারী সংস্থার প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। এই দিনের প্রশিক্ষণ শিবিরে ছিলেন পশ্চিম জেলার অতিরিক্ত জেলা শাসক রাজীব পন্থ সহ অন্যান্য দপ্তরের আধিকারিক।
অতিরিক্ত জেলা শাসক রাজীব পন্থ জানান, পশ্চিম জেলা প্রশাসনের অফিসারদের নিয়ে এদিন বৈঠকের আয়োজন করা হয়। কিভাবে তামাকমুক্ত করা যায় সে বিষয়ে তাদের প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রশাসনের এই উদ্যোগ নেওয়ার মূলত কারণ হলো রাজ্যে বহু মানুষ তামাক সেবন করে। যার ফলে তারা ভবিষ্যতে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়। তাই সচেতনতার মাধ্যমে কিভাবে মানুষদের মধ্যে তামাক দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ করা যায় সেই বিষয়ে আলোচনা হয় বলে জানান অতিরিক্ত জেলা শাসক।