স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ মে : শহরে আড়াই মাস পরও চলছে নির্বাচনোত্তর সন্ত্রাস। শাসক দলের দুর্বৃত্তরা শুক্রবার রাতের অন্ধকারে এক বাড়িতে হামলা চালায়। ঘটনা রাজধানীর ভোলাগিরি আশ্রম সংলগ্ন এলাকায়। জানা যায় এলাকার বাসিন্দা জয়নাল আবেদিনের বাড়িতে হামলা চালায় দুষ্কৃতিরা। ভাংচুর করা হয় একটি টমটম।
মারধর করা হয় বাড়ির লোকজনদের। জয়নাল আবেদিনের স্ত্রী জানান ওনার ছেলে ও মেয়ের জামাই বাড়ির সামনে দাড়িয়ে কথা বলছিল। সেই সময় এক দল দুষ্কৃতি বাইক নিয়ে এসে তাদের উপর আচমকা হামলা চালায়। তিনি আরও জানান দুষ্কৃতিরা বিজেপি দলের সমর্থক। তাদের বাড়ি গুর্খাবস্তি এলাকায়। জয়নাল আবেদিনের স্ত্রী আক্ষেপের সুরে বলেন বাড়িতে ঘর ভাড়া দিয়েছিলেন বিজেপিকে। ঘরে নির্বাচনের সময় বিজেপি অফিস করা হয়েছে। ওনার ঘরে ৬ মাস ছিল বিজেপি অফিস। বর্তমানে ওনার পরিবারের উপর হামলা চালানো হয়েছে। হুমকি দেওয়া হয়েছে তারা বাড়িতে থাকতে পারবে না। বাড়ির লোকজনেরা আরো জানায় থানায় মামলা দায়ের করা হবে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।