Tuesday, January 14, 2025
বাড়িরাজ্যযুব মোর্চার কার্যকারীনি বৈঠক

যুব মোর্চার কার্যকারীনি বৈঠক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ মে : শনিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে যুব মোর্চার কার্যকারীনি বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন প্রদেশ যুব মোর্চার সভাপতি নবাদল বণিক। তিনি বলেন, আগামী ৩০ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নয় বছর কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে।

এরই লক্ষ্যে দেশজুড়ে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রতিটি ঘরে গিয়ে সমর্থন আদায়ের জন্য ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বিজিপি শাসিত ত্রিপুরা রাজ্য ও এর ব্যতিক্রম নয়।

একমাস ব্যাপী এই কর্মসূচি শুরু হচ্ছে আগামী ৩০ মে থেকে। যা চলবে ৩০ জুন পর্যন্ত। স্বাভাবিকভাবেই এই দৃষ্টিকোণ থেকে শনিবার যুব মোর্চার কার্যকারিণী বৈঠকও ছিল খুবই তাৎপর্যপূর্ণ। সভাপতি নবাদল বণিক আরো জানিয়েছেন এই কর্মসূচিকে সফল করার লক্ষ্যে ঝাঁপিয়ে পড়বে যুব মোর্চার কার্যকর্তারা। যুব মোর্চার তরফে একটি বাইক রেলির আয়োজন করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নয় বছরের এই কার্যকালে সাধারণ মানুষের উন্নয়নের জন্য গৃহীত পরিকল্পনাগুলো নিয়ে মানুষের ঘরে ঘরে সমর্থন আদায়ের জন্য যাবে যুব মোর্চার কার্যকরতারা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য