স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ মে : হাতির তাণ্ডবে অতিষ্ঠ হয়ে ধৈর্য্যের বাঁধ ভাঙ্গল গ্রামবাসীদের। বাধ্য হয়ে গ্রামবাসিরা আসাম-আগরতলা জাতীয় সড়ক অবরোধে সামিল হয়। ঘটনা শনিবার সকালে তেলিয়ামুড়ার চাকমাঘাট মহকুমা শাসকের কার্যালয় সংলগ্ন এলাকায়। সড়ক অবরোধকারীরা জানান দীর্ঘদিন ধরে তেলিয়ামুড়ার বিস্তীর্ণ এলাকায় বন্য হাতি তাণ্ডপ চালিয়ে আসছে।
প্রায় প্রতিদিন বন্য হাতির দল লোকালয়ে প্রবেশ করে ধ্বংসলীলা চালায়। হাতির আক্রমণে বেশ কয়েকজনের মৃত্যুও হয়েছে। অবশেষে শনিবার সকালে চাকমা ঘাটের ভূমিহীন কলোনি এলাকার বাসিন্দাদের ধৈর্য্যের বাঁধ ভাঙ্গে। শুক্রবার রাতেও বন্য হাতির দল লোকালয়ে প্রবেশ করে বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করে বলে অভিযোগ। বন্য হাতির তাণ্ডবের বিষয়ে বারে বারে বন দপ্তরকে জানানো হলেও বন দপ্তর কোন ভূমিকা গ্রহণ করে নি।
তাই এইদিন তারা সড়ক অবরোধে সামিল হয়। সড়ক অবরোধের খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ ও তেলিয়ামুড়া বন দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে যান। তেলিয়ামুড়া ফরেস্ট রেঞ্জ অফিসার সুপ্রিয় দেবনাথ কথা বলেন সড়ক অবরোধকারীদের সাথে। তিনি আশ্বাস দেন হাতির সমস্যা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বনদপ্তর। এই আশ্বাস পেয়ে সড়ক অবরোধকারীরা সড়ক অবরোধ মুক্ত করে দেয়।