Friday, April 19, 2024
বাড়িরাজ্যককবরক ভাষাকে রোমান হরফে লেখার স্বীকৃতি প্রদানের দাবিতে বিক্ষোভ

ককবরক ভাষাকে রোমান হরফে লেখার স্বীকৃতি প্রদানের দাবিতে বিক্ষোভ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ মে : ককবরক ভাষাকে রোমান হরফে লেখার স্বীকৃতি প্রদানের দাবিতে শুক্রবার রাজধানীর সার্কিট হাউস সংলগ্ন গান্ধী মূর্তির পাদদেশে টিএসএফের পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।

এইদিন সংগঠনের কর্মী সমর্থকরা হাতে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়। সংগঠনের নেতৃত্বরা জানান ককবরক ভাষা তাদের মাতৃ ভাষা, তাদের ভাষা কোন হরফে লেখবে তারাই ঠিক করবে। তারা ককবরক ভাষাকে রোমান হরফে লেখতে চায়। তাই তাদের দাবি ককবরক ভাষাকে রোমান হরফে লেখার স্বীকৃতি প্রদান করা হোক। অন্যথায় আগামিদিনে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য