সিডনি, ২৪ মে (হি.স.): অস্ট্রেলিয়ার বিরোধী দলনেতা পিটার ডাটনের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার অস্ট্রেলিয়ার সিডনিতে মোদী ও ডাটনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয়। উভয় নেতা দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক নানা বিষয়ে মতবিনিময় করেছেন। আঞ্চলিক উন্নয়ন নিয়েও আলোচনা হয়েছে তাঁদের মধ্যে।
ভারতের বিদেশমন্ত্রক জানিয়েছে, অস্ট্রেলিয়ার বিরোধী দলনেতা পিটার ডাটন বুধবার অস্ট্রেলিয়ার সিডনিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। ভারত-অস্ট্রেলিয়া ব্যাপক কৌশলগত অংশীদারিত্বের দ্বারা উপভোগ করা শক্তিশালী দ্বিদলীয় সমর্থনের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। দ্বিপাক্ষিক অংশীদারিত্বের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে, যার মধ্যে জনগণের মধ্যে সংযোগ রয়েছে। আঞ্চলিক উন্নয়ন নিয়েও আলোচনা হয়েছে তাঁদের মধ্যে।