স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ মে : মানব পাচার অব্যাহত সীমান্তে। বাংলাদেশি মা-মেয়ে আটক করল বি এস এফ জওয়ানরা। অভিযোগ তাদের কাছ থেকে ভুয়ো ভারতীয় পরিচয় পত্র পাওয়া যায়। ঘটনার তদন্ত করছে মধুপুর থানার পুলিস। অভিযোগ প্রতিনিয়ত কমলাসাগর বিধানসভা কেন্দ্রের কোনাবন, হরিহরদোলা, মিয়াপাড়া, রাধানগর সহ বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে প্রতিনিয়ত বাংলাদেশিরা ভারতে অবৈধভাবে প্রবেশ করছেন।
ভারতের বিভিন্ন কাজ তাদের সম্পন্ন করার পর দালাল চক্রের মধ্যে দিয়ে প্রতিনিয়ত বাংলাদেশি অবৈধভাবে ভারত থেকে ওই পারে যাতায়াত করছেন। এবার ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে যাওয়ার পথে বিএসএফ-র হাতে আটক যশোর জেলার মমতাজ বেগম বয়স ও ওনার মেয়ে মিরা খাতুন বয়স। তাদের পরে মধুপুর থানার হাতে তুলে দেওয়া হয়। জানা যায় মমতাজ বেগম দীর্ঘদিন যাবৎ ব্যাঙ্গালোরে একটি বাড়িতে কাজ করছিলেন। এক সপ্তাহ আগে উনার মেয়ে মিরা খাতুন ব্যাঙ্গালোরে যান। ব্যাঙ্গালোর থেকে মা ও মেয়ে অবৈধভাবে হরিহরদোলা সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশের পাড়ি দেওয়ার পথে বিএসএফ জওয়নের হাতে ধরা পড়েন। তাদের কাছ থেকে ভারতীয় অবৈধ ভোটার আইডি কার্ড এবং অবৈধ আধার কার্ড উদ্ধার করা হয়। মহিলার পাসপোর্টের ভিসার মেয়াদও সম্পূর্ণ শেষ শেষ হয়ে যায়। বিভিন্ন ধারায় তাদের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে।একথা জানান থানার এক আধিকারিক।পুলিশ ঘটনার তদন্ত করছে।