স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ মে : ব্যাপক রদবদল করা হচ্ছে শাসক দলের বুথ এবং মন্ডল স্তরে। আঙ্গুলের ফাঁক দিয়ে মন্ডল এবং বুথ কমিটিতে উঠে আসছে সিপিআইএম থেকে উঠে আসা কর্মীরা। মিলছে না পদ্ম শিবিরে পুরনো কর্মীদের মর্যাদা। ফলে বিদ্রোহ দেখা দিয়েছে সোনামুড়া এবং বক্সনগরে।অভিযোগ সিপিআইএম সমর্থকদের বানানো হচ্ছে বুথ সভাপতি, কোনো এক নেতার সুবিধার্থে বাদ দেওয়া হচ্ছে পুরাতন কর্মীদের।
সম্প্রতি বুথ স্তরের কমিটি ঘোষণা হতেই আগুনে ঘি দেওয়ার মতো অবস্থা। সোনামুড়ার পর বিদ্রোহী শুরু হয় বক্সনগর বিধানসভা কেন্দ্রে। গুঞ্জন যারা বিধানসভা নির্বাচনে কাজ করেছে অধিকাংশরাই এখন নেই বুথ কমিটিতে। আবার বিজেপি একটা অংশ বলছে বিধানসভা নির্বাচনে বিজেপির দলে থেকেও যারা বিরোধীদের হয়ে কাজ করছে, তাদের কমিটি থেকে বাদ দিয়ে নতুনদের দায়িত্ব দেওয়া হয়েছে। সোনামুড়া এবং বক্সনগর দিদি এবং দাদার লড়াই , দিদির লোকদের কমিটি থেকে বাদ দেওয়া হচ্ছে। বক্সনগর কেন্দ্রের ৪৬ নং বুথ সভাপতি মুসলেম মিঞাকে পরিবতর্ন করতেই বিদ্রোহী শুরু হয়। তাসের ঘরের মতো ভাঙছে সংগঠন। বুথ সম্পাদক জানায় তাদের নামের বাইরে বুথ সভাপতি ঘোষণা। তারা আগের বুথ সভাপতি কেই চাইছে। নাহলে বিদ্রোহী ঘোষণা করবে তারা। অধিকাংশ বুথ একই অবস্থা। অন্য দিকে মন্ডল সভাপতির স্বাক্ষর না নিয়েই জেলা সভাপতি ঘোষণা করে দেয় সোনামুড়া বিধানসভা কেন্দ্রের বুথ গুলোর বুথ সভাপতির নাম। এই নিয়ে অশান্তির আগুন জ্বলছে বিজেপিতে। ক্রমশ দুর্বল হচ্ছে বিজেপির সংগঠন।