স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ মে : ধর্ষণ কাণ্ডে পালিয়ে থাকা অভিযুক্তকে ছয় মাস পর পুলিশ জালে তুলতে সফল হয়। মঙ্গলবার ধৃতকে আদালতে তোলা হয়। ঘটনাটি ঘটে ২০২২ সালের ১৫ নভেম্বর বিশালগড় থানা এলাকায়। অভিযোগ ঘটনার পর অভিযুক্ত রিতুন হোসেন পালিয়ে যায়। গত ৪ মে বিশালগড় মহিলা থানায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেন নির্যাতিতা।
পুলিশ মামলা নিয়ে তদন্তে নামেন। গোপন খবরের ভিত্তিতে সোমবার রাতে পুলিসের কাছে গোপন খবর আসে দক্ষিন ঘনিয়ামারা এলাকায় এক বাড়িতে লুকিয়ে রয়েছে। পুলিশ খবর পেয়ে অভিযানে নেমে মঙ্গলবার ভোর রাতে দক্ষিণ ঘনিয়ামাড়া একটি বাড়ি থেকে ধর্ষন কাণ্ডে অভিযুক্তকে জালে তুলে। তাকে বিশালগড় মহকুমা আদালতে পুলিশ সোপর্দ করে রিমান্ডের আবেদন জানিয়ে। তবে প্রশ্ন উঠছে দেরিতে থানায় মামলা করা নিয়ে।