Saturday, January 25, 2025
বাড়িরাজ্যসমগ্র শিক্ষার শিক্ষক-শিক্ষিকাদের নিয়মিতকরণ করার মামলা নাকচ করলো উচ্চ আদালত

সমগ্র শিক্ষার শিক্ষক-শিক্ষিকাদের নিয়মিতকরণ করার মামলা নাকচ করলো উচ্চ আদালত

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ মে : ত্রিপুরা সমগ্র শিক্ষা প্রকল্পের অধীনে থাকা শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের নিয়মিতকরণের মামলা নাকচ করে দিল উচ্চ আদালত। দীর্ঘদিনের দাবি নিয়ে সমগ্র শিক্ষার শিক্ষকরা হাইকোর্টে একটি অ্যাপিল মামলা করেছিলেন।

এই মামলায় দুই পক্ষের বক্তব্য শোনার পর মঙ্গলবার চূড়ান্ত রায় দেয় উচ্চ আদালত। এদিন  ত্রিপুরা সমগ্র শিক্ষা  প্রকল্পের অধীনে থাকা শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের পক্ষে আপিল মামলাটি উচ্চ আদালতের সিঙ্গেল ব্যাঞ্চে উঠে। উচ্চ আদালতের বিচারক অরিন্দম লোধ তাদের নিয়মিতকরণের অ্যাপিলটি নাচক করে দেয়। সমগ্র শিক্ষার শিক্ষক ও অশিক্ষকদের পক্ষে আপিল মামলাটির পরিচালনা করেন আইনজীবী কৌশিক রায়। উচ্চ আদালতের সিঙ্গেল ব্যাঞ্চের রায় দান শেষে বেরিয়ে এসে আইনজীবী জানান বিচারপতি তাদের আপিল মামলাটি খারিজ করে দিয়েছেন।  তবে উচ্চ আদালতের রায়ের প্রত্যায়িত নকল হাতে পেলেই রায়ের বিচার বিশ্লেষণ করা হবে।

এরপর পরবর্তী সিদ্ধান্ত আইন মোতাবেক গ্রহণ করা হবে বলে জানান আইনজীবী কৌশিক রায়। ত্রিপুরা সমগ্র শিক্ষা কর্মচারী সমিতির চেয়ারম্যান বাস্তব দেববর্মা জানান রায়ের কপি হাতে পেলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে ডিভিশন ব্যাঞ্চে যাওয়ার কথা জানান তিনি। একই সঙ্গে বাস্তব দেববর্মা জানান একবার উচ্চ আদালতের ডিভিশন ব্যাঞ্চে তাদের পক্ষে রায় দেওয়া হয়েছিল। এরপর সরকার একটি স্কিম করে দেয়। এই স্কীম ছিল তাদের নিয়মিত করনের পরিপন্থী। এন সি টি ই এবং এম এইচ আর ডি -স্পষ্ট বলে দিয়েছে ২০১৩ সালের ২৩ আগস্টের আগে বিজ্ঞপ্তি দিলে টেট লাগবে না। তারপরেও রায়ের প্রত্যায়িত নকল হাতে পাওয়ার পরেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান বাস্তব দেববর্মা। সুতরাং এখন উচ্চ আদালতের দরজা বন্ধ হয়ে গেছে সমগ্র শিক্ষার শিক্ষক-শিক্ষিকাদের জন্য।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য