Sunday, January 26, 2025
বাড়িরাজ্যস্বল্পমূল্যে মাছের ব্যবস্থা করলেন মন্ত্রী

স্বল্পমূল্যে মাছের ব্যবস্থা করলেন মন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ মে : জামাই ষষ্ঠীতে স্বল্পমূল্যে মাছ পেতে ত্রিপুরা এপেক্স ফিশারি কো-অপারেটিভ সোসাইটির উদ্বোধন হয়। মঙ্গলবার মৎস্য মন্ত্রী সুধাংশু দাসের হাত ধরে এই বিক্রয় কেন্দ্রের উদ্বোধন হয়। রাজধানীর মহারাজগঞ্জ বাজারে মৎস্যমন্ত্রী সুধাংশু দাস এই বিক্রয় কেন্দ্রের সূচনা করেন। উপস্থিত ছিলেন মৎস্য দপ্তরের সচিব মুসলেম উদ্দিন সহ  সোসাইটির কর্মকর্তা সহ অন্যরা।

মন্ত্রী এদিন বলেন, কম দামে মাছ বিক্রি করা হবে। ইলিশ ১ কেজি থেকে ১ কেজি ২০০ গ্রাম ইলিশ বিক্রি করবে ১০৭০ টাকা। ৮০০ গ্রাম থেকে ১ কেজি ইলিশ বিক্রি করা হবে ৯৭০ টাকা দরে। এছাড়াও বড় কাতল ১০ কেজি থেকে ২৫ কেজি ওজনের কাতল মাছ ৩৭০ টাকা প্রতি কেজি বিক্রি করা হবে। এর আগেও বাংলা নববর্ষের দিনে কম দামে নাগরিকদের মধ্যে মাছ বিক্রি করা হয় এই সোসাইটির তরফে। বিশেষ দিনকে সামনে রেখে এ ধরণের বিক্রয় কেন্দ্র খোলায় খুশি ক্রেতারা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য