স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ মে : প্রয়াত প্রাক্তন প্রধান প্রধানমন্ত্রী ভারতরত্ন রাজীব গান্ধির প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। প্রতিবছরের মতো এবারো সারাদেশের সঙ্গে রাজ্যেও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় তাঁকে। রবিবার তাঁর ৩৩ তম প্রয়াণ দিবস সংহতি দিবস হিসেবে কংগ্রেস উদযাপন করে।
এদিন সকালে প্রদেশ কংগ্রেস ভবনের সামনে পতাকা উত্তোলনের পর রাজীব গান্ধির প্রতিকৃতিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিধায়ক গোপাল রায়, প্রাক্তন বিধায়ক আশিস কুমার সাহা সহ অন্যান্য নেতৃত্ব। এর পর গান্ধীঘাটে গিয়ে শহিদ বেদিতে শ্রদ্ধারঘ্য অর্পণ করেন তাঁরা। পরে প্রদেশ কংগ্রেস ভবনে সদর জেলা কংগ্রেস কমিটির তরফে হয় রক্তদান শিবির। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। বিধায়ক গোপাল চন্দ্র রায় বলেন, ভারতে প্রথম রাজীব গান্ধীই কম্পিউটার চালু করেছিলেন। আজকে বিজ্ঞান- প্রযুক্তিতে সেরা দেশ ভারতবর্ষ। আজকে দেশের বহু বিজ্ঞানী ভারতের মান উজ্জল করছে বিভিন্ন দেশে।