স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ মে : লোকনাথ ব্রহ্মচারীর ১৩৩ তম তিরোধান দিবসকে সামনে রেখে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রবিবার রক্তদান শিবিরের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার। মেয়র দীপক মজুমদার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রক্তদান শিবিরের মত ভালো উদ্যোগ গ্রহণ করার জন্য শুভেচ্ছা জানান।
তিনি বলেন, নির্বাচনের সময় রক্তের সংকট সৃষ্টি হয়েছিল। তাই মুখ্যমন্ত্রী আহ্বান জানিয়েছেন সকলে যাতে রক্তদানে এগিয়ে আসে। সেই আহ্বানে সাড়া দিয়ে উৎসবের মেজাজে রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে। এবং মানুষ উৎসাহের সাথে রক্তদানের অংশ গ্রহণ করছে। দেশের মধ্যে লোক সংখ্যা অনুযায়ী এ রাজ্যের মানুষ রক্তদান শিবিরে শীর্ষে রয়েছে। এছাড়া উপস্থিত ছিলেন কর্পোরেটর রত্না দত্ত, লোকনাথ আশ্রমের সভাপতি সঞ্জয় পাল সহ অন্যান্যরা।