স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ মে : আগামী ৩ জুলাই স্বেচ্ছায় অবসরে যাচ্ছেন ত্রিপুরা সরকারের প্রাক্তন মুখ্য সচিব কুমার অলক। গত ১৭ মে স্বেচ্ছায় অবসরে যাওয়ার জন্য তিনি রাজ্য সরকারের কাছে একটি চিঠি দেন। চিঠিতে তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে উল্লেখ করেছেন আগামী ৩ জুলাই তিনি স্বেচ্ছায় অবসরে যেতে চান।
রাজ্য সরকারের পক্ষ থেকে কুমার অলকের এই আবেদনে অনুমোদন দেওয়া হয়েছে। তিনি রাজ্য সরকারের মুখ্য সচিব পদে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। তারপর স্টেট ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের দায়িত্ব পান তিনি। কুমার অলক ১৯৯০ ব্যাচের আই এ এস অফিসার ছিলেন। বর্তমান মুখ্য সচিব জে কে সিনহা হলেন ১৯৯৬ ব্যাচের আই এ এস অফিসার। আচমকাই একজন আধিকারিক এভাবে রাজ্য প্রশাসন থেকে স্বেচ্ছায় অবসর নেওয়ার পেছনে মূলত কি কারন হতে পারে সেটা নিয়ে ইতিমধ্যে গুঞ্জন সৃষ্টি হয়েছে।