স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ মে : দীর্ঘ দিন ধরে উদয়পুর মহকুমায় এক নম্বর ফুলকুমারীর ক্যানেল চৌমুহনির বিভিন্ন এলাকায় পানীয় জলের সংকট চলছে। বহুবার সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের কাছে অভিযোগ করা হলেও সমস্যার সমাধান হয় নি। ফলে শুক্রবার সকাল থেকে উদয়পুর – সাব্রুম জাতীয় সড়ক এলাকার প্রমিলা বাহিনী জলের দাবিতে এক নম্বর ফুলকুমারী এলাকার পথ অবরোধে বসে।
দীর্ঘক্ষন পথ অবরোধ চললেও দপ্তরের কোন অধিকার দের ঘটনা স্হলে আসতে দেখা যায়নি। পথ অবরোধের খবর পেয়ে এলাকার প্রধান সহ শাসক দলের কয়েকজন নেতা ঘটনা স্হলে ছুটে আসে। পরবর্তী সময়ে এলাকায় গাড়ির মাধ্যমে জল দেবার প্রতিশ্রুতি দেওয়া হলে পথ অবরোধ প্রত্যাহার করা হয়। এলাকাবাসী জানায় ঘরে ঘরে পানীয় জল পৌছে দেওয়ার আশ্বাস প্রদান করা হয়েছিল। কিন্তু সেই আশ্বাস আজও পূরণ হয়নি। এলাকায় একটি পানীয় জলের সাপ্লাই দিয়ে চলছে শতাধিক পরিবার। কিন্তু গত ১০ দিন ধরে সেই সাপ্লাই দিয়ে পর্যন্ত সঠিকভাবে জল মিলছে না এলাকাবাসীর। যদি কথা মতো জল না দেওয়া হয় তাহলে আবার ও পথ অবরোধে সামিল হবে তারা। পথ অবরোধের ফলে রাস্তায় দুই দিকে আটকে পড়ে যানবাহন।