স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ মে : আগরতলা পুর নিগমের উদ্যোগে শুক্রবার দুটি মোবাইল টয়লেটের উদ্বোধন করেন মেয়র দীপক মজুমদার। এদিন পুর নিগমের প্রধান কার্যালয়ের সামনে থেকে সবুজ পতাকা নেড়ে এই দুটি মোবাইল টয়লেটের সূচনা করা হয়। ভ্রাম্যমান এই মোবাইল টয়লেটের সুচনা পর্বে ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কমিশনার শৈলেশ কুমার যাদব, সহ অন্যান্য কর্পোরেটারেরা। প্রায় সাড়ে ১০ লক্ষ টাকা ব্যয় করে এই দুটি মোবাইল টয়লেট ক্রয় করা হয়।
ভ্রাম্যমান এই টয়লেট গুলো যে কোন জায়গায় যে কোন সময় নিয়ে যাওয়া যাবে। বিশেষ করে কোন বড় সভা, মেলার সামনে থাকবে এই টয়লেট গুলো। মেয়র জানান এই প্রথম মোবাইল টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। শহরবাসীকে সুবিধা দিতে নতুন নতুন করে সুবিধা পৌঁছে দিতে অভিনব চিন্তা ভাবনা করছে নিগম। তারই অঙ্গ হিসাবে এই মোবাইল টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। দুটি করে আসন থাকবে। দুটি পুরুষ এবং দুটি মহিলাদের জন্য। প্রয়োজনে আরো ব্যবস্থা করা হবে। মিছিলে দুর্ভোগ কাটাতে এই ব্যবস্থা বলে জানান মেয়র। তিনি আরো বলেন যে কোন অনুষ্ঠানে মোবাইল টয়লেট গুলি ভাড়া নেওয়া যাবে। যদিও এর জন্য এখনো ভাড়া নির্ধারিত হয়নি। দ্রুত ভাড়া নির্ধারিত করে মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়া হবে।