স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ মে : ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শুক্রবার সিপিআইএমের পশ্চিম জেলা কার্যালয়ের সামনে দলীয় পতাকা উত্তোলন করা হয়। উপস্থিত ছিলেন ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের রাজ্য সম্পাদক শ্যামল দে সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সংগঠনের সম্পাদক শ্যামল দে জানান, কেন্দ্র এবং রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে শ্রমিক কৃষক থেকে শুরু করে সকল অংশের জনগণকে এগিয়ে আসতে হবে। নাহলে শ্রেণিহীন এবং শোষণমুক্ত সমাজ গড়ার মূল উদ্দেশ্য বাস্তবায়ন হবে না বলে অভিমত ব্যক্ত করেন শ্যামল দে।