স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ মে : বৃহস্পতিবার এডিসি-র সদর খুমুলুঙ -র নোয়াই অডিটোরিয়ামে ত্রিপুরা জনজাতি স্ব-শাসিত জেলা পরিষদের তিনজন এম ডি সি-র নতুন কার্যনির্বাহী সদস্য হিসাবে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। শপথ গ্রহন অনুষ্ঠানটি পরিচালনা করেন টি টি এ ডি সি-র মুখ্যনির্বাহী আধিকারিক সি কে জমাতিয়া।
এদিন শপথবাক্য পাঠ করান আইন সচিব বিশ্বজিৎ পালিত। তিনজন এমডিসি-র যারা এদিন নতুন কার্যনির্বাহী সদস্য হিসাবে শপথ নেন তারা হলেন এম ডিসি- রবীন্দ্র দেববর্মা, অনন্ত দেববর্মা ও রুনেইল দেববর্মা। উপস্থিত ছিলেন মুখ্য কার্যনির্বাহী সদস্য পূর্ণ চন্দ্র জমাতিয়া, বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা, এডিসি-র এএআর সি-র সদস্য বি কে রাঙ্খল সহ অন্যান্যরা। তবে এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে বেশ কয়েকজন এম ডি সি- ছিলেন অনুপস্থিত। সুত্রের খবর দলের সাথে মতানৈক্য থেকে দূরত্ব তৈরি হওয়ায় তারা এদিন অংশ নেননি। তবে মুখ্য কার্যনির্বাহী সদস্য পূর্ণ চন্দ্র জমাতিয়া জানান অনুপস্থিত সদস্যরা ব্যক্তি কারনে উপস্থিত থাকতে পারেনি। তিনি আরো জানান তিন জন এমডিসি- নতুন কার্যনির্বাহী সদস্য হিসাবে শপথ গ্রহণ করলেও এখনো তাদের মধ্যে দপ্তর বন্টন করা হয়নি। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে দলের সুপ্রীমো প্রদ্যুত কিশোর দেববর্মণ রাজ্যে আসার পরেই।