Thursday, April 18, 2024
বাড়িরাজ্যমুহুরীঘাট সীমান্ত স্থলবন্দর পরিদর্শন করলেন ভারত ও বাংলাদেশের প্রতিনিধিদল

মুহুরীঘাট সীমান্ত স্থলবন্দর পরিদর্শন করলেন ভারত ও বাংলাদেশের প্রতিনিধিদল

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ মে : বৃহস্পতিবার দুপুরে দিল্লি থেকে উচ্চপর্যায়ের আধিকারিকদের এক প্রতিনিধি দল বিলোনিয়া মুহুরিঘাট সীমান্ত স্থলবন্দর পর্যবেক্ষণ করতে আসেন। একই দিনে বাংলাদেশের এক প্রতিনিধি দলও পরিদর্শনে আসেন।  তারা  বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। মুহুরীঘাট সীমান্ত স্থলবন্দরের পরিকাঠামো, পাসপোর্টে যাত্রীদের আসা-যাওয়ার অবস্থা, সীমান্ত নিরাপত্তা অবস্থা সম্পর্কে  বিভিন্ন তথ্য সংগ্রহ করেন দুই দেশের যৌথ প্রতিনিধি দলটি । বিলোনিয়া কাস্টমস অফিসে বসে দিল্লি থেকে আগত অতিরিক্ত সচিব বিনায়ক আজাদের নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলটি বিলোনিয়া মুহুরী স্থলবন্দরের সার্বিক পরিস্থিতির বিস্তারিত খোঁজখবর নেন।

 এদিন উচ্চ পর্যায়ের আধিকারিক বিনায়ক আজাদের কাছে  জানতে চাওয়া হয় বহু বছর ধরে বিলোনিয়া মুহুরী ঘাট স্থলবন্দরের কোন উন্নয়ন নেই। প্রত্যেকবারেই বিভিন্ন সময় দিল্লি সহ বিভিন্ন পর্যায়ে উচ্চ পদস্থ আধিকারিক এমনকি যৌথভাবে প্রতিনিধি দল একের পর এক মুহুরী স্থলবন্দর সফর করে যাচ্ছেন। কিন্তু সার্বিক পরিকাঠামোর অবস্থা যা ছিল, তেমটাই রয়েছে বর্তমানে। অনেক বছর আগে মুহুরীস্থলবন্দরের সার্বিক পরিকাঠামো অত্যাধুনিকভাবে গড়ে তোলার জন্য ১১ কোটি টাকা কেন্দ্রীয় ভাবে বরাদ্দ হওয়া সত্ত্বেও বাস্তবে তা আর রূপায়িত হয়নি।  একসময় বাংলাদেশের বিজিবি থেকে বাধার সৃষ্টি করার ফলে কাজ বন্ধ করে দেওয়া হয়। আর শুরু হয়নি। এই প্রসঙ্গে তিনি জানান সমস্যা আছে। তা একদিনে সমাধান সম্ভব নয়। আলোচনা চলছে । এই সমস্যা গুলির সমাধান হয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন তিনি। যে সমস্ত বিষয় রয়েছে তা লিখিত আকারে প্রদান করা হবে। এদিকে বাংলাদেশ থেকে আগত উচ্চ পর্যায়ের আধিকারিকদের প্রতিনিধি দলের এক সদস্যা জানান বানিজ্যের যতবেশী প্রচার ঘটবে ততই মানুষ লাভবান হবেন। এই ধরনের বন্দরের মধ্য দিয়ে স্থানীয় মানুষ লাভবান হবেন। স্থানীয় মানুষের উন্নয়ন ঘটলে দেশের উন্নয়ন সাধিত হবে বলে জানান তিনি। তবে আগামী দিনে বিলোনিয়াকে রেল পথের সঙ্গে যুক্ত করা হবে। সেই পরিকল্পনা কিছুটা পিছিয়ে গেছে নানান কারনে। বাংলাদেশের প্রান্তে স্থল বন্দরের কাজ সম্পন্ন হয়েছে। সহসাই তার উদ্বোধন হবে। বেশ কিছুদিন আগে  দুই দেশের প্রতিনিধি ত্রিপুরা সফর আসার পর বাংলাদেশ বাণিজ্যমন্ত্রী বিলোনিয়া মুহুরীঘাট সীমান্ত স্থলবন্দর পরিদর্শন করে যান। সেই সময় দক্ষিণ জেলার জেলাশাসক মুহুরীঘাট সীমান্ত স্থলবন্দরের পরিকাঠামগত পুরো বিষয় অবহিত করেন। এদিকে বৃহস্পতিবার দিল্লি থেকে আসা উচ্চ পর্যায়ে প্রতিনিধি দলটি এদিন সোনামুড়ার শ্রীমন্তপুর, বিলোনিয়া মুহুরী ঘাট স্থলবন্দর এবং সাব্রুম সীমান্তএলাকা সফর করেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য