Thursday, January 23, 2025
বাড়িরাজ্যকুস্তিগারদের শ্লীলতাহানির ঘটনায় বামেদের বিক্ষোভ মিছিল শহরে

কুস্তিগারদের শ্লীলতাহানির ঘটনায় বামেদের বিক্ষোভ মিছিল শহরে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ মে : বিজেপি সাংসদ ব্রিজ ভূষন স্মরণ সিং ও হরিয়ানার মন্ত্রী সন্দীপ সিং কে গ্রেফতারের দাবিতে সারা দেশব্যাপী বাম সংগঠন গুলি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত করছে। তারই অঙ্গ হিসাবে ত্রিপুরাতেও এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকেলে ভানু ঘোষ স্মৃতি ভবনের সামনে থেকে বামেদের একটি বিক্ষোভ মিছিল সংগঠিত হয়। মিছিলে উপস্থিত সিপিআইএম নেতা পবিত্র কর, প্রাক্তন সাংসদ শংকর প্রসাদ দত্ত এবং প্রাক্তন মন্ত্রী ভানুলাল সাহা সহ অন্যান্য নেতৃত্ব।

প্রাক্তন বিধায়ক পবিত্র কর জানান, দেশের কুস্তিগারদের শ্লীলতাহানি করেছে বিজেপি সাংসদ ব্রিজ ভূষন স্মরণ সিং। তারপর কুস্তিগারেরা পুলিশের কাছে বিচার চেয়েছিল, কিন্তু বিচার পায় নি। পরে সুপ্রিম কোর্টে গেলে আদালতের নির্দেশে দিল্লি পুলিশ মামলা গ্রহণ করে। কিন্তু তাদের বিরুদ্ধে পুলিশ উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করছে না। এর বিরুদ্ধে দিল্লির মন্তরের ছাত্র, যুব, নারী, শ্রমিক, কৃষক সকলে আন্দোলন করে যাচ্ছে। দাবি জানানো হচ্ছে অভিযুক্তদের গ্রেপ্তার করার জন্য। কারণ এই কুস্তিগাররা দেশের সম্মান বৃদ্ধি করেছে। তারা দেশের গর্ব। তাদের সাথে বিজেপি সাংসদের এ ধরনের অপরাধমূলক ঘটনা কোনভাবেই মেনে নেওয়া যায় না। তাই সারা দেশের মতো বৃহস্পতিবার ত্রিপুরা রাজ্য বামেদের ছাত্র, যুব, কৃষক সহ বিভিন্ন সংগঠনের পক্ষ আন্দোলন গড়ে তোলা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তার না করলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে উঠবে বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য