স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ মে : সম্প্রতি মনিপুর দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনায় অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি হয়। বর্তমানে পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে। তবে ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর। সুরক্ষিত থাকতে ত্রান শিবিরে আসছে নিয়েছে বহু পরিবার।
বুধবার প্রদেশ বিজেপির পক্ষ থেকে খাবার সামগ্রী এবং বিভিন্ন পোশাক মনিপুর বাসীর জন্য পাঠানো হয়। এদিন দুপুরে প্রদেশ বিজেপি কার্যালয়ে সামনে থেকে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা সবুজ পতাকা নেড়ে ফ্ল্যাগ আপ করেন। মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন বর্তমানে মণিপুরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আগামী দিন প্রয়োজন হলে এই ধরনের খাবার সামগ্রী আরো পাঠানো হবে বলে জানান মুখ্যমন্ত্রী।
তিনি আরো বলেন সেখানে উত্তপ্ত পরিস্থিতির জন্য প্রচুর মানুষ গৃহ ছাড়া হয়ে ত্রান শিবিরে আশ্রয় নিয়ে। তাদের জন্য সহযোগিতা করতে মনিপুর সরকারের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছিল। সে অনুযায়ী মনিপুরে ত্রান শিবিরে আশ্রয় নেওয়ায় মানুষের জন্য খাবার সামগ্রী এবং ত্রান সামগ্রী পাঠানো হয়েছে। এদিন আয়োজিত অনুষ্ঠানে এ ছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, মন্ত্রী টিঙ্কু রায়, মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য নেতৃত্ব।