Sunday, May 28, 2023
বাড়িরাজ্যত্রিপুরারবাসীর পূর্ণ সমর্থনে পুণরায় বিজেপি-আইপিএফটি জোট সরকার প্রতিষ্ঠা সম্ভব হয়েছে : মুখ্যমন্ত্রী

ত্রিপুরারবাসীর পূর্ণ সমর্থনে পুণরায় বিজেপি-আইপিএফটি জোট সরকার প্রতিষ্ঠা সম্ভব হয়েছে : মুখ্যমন্ত্রী



আগরতলা, ১৬ মে (হি. স.) : বিজেপি-আই পি এফ টি সরকারের প্রতি ত্রিপুরাবাসীর পূর্ণ সমর্থন রয়েছে। তাই দ্বিতীয়বার ত্রিপুরায় বিজেপি-আইপিএফটি জোট সরকার গঠন করা সম্ভব হয়েছে। ত্রিপুরায় মুখ্যমন্ত্রীর কার্যকালের এক বছর পূর্তিতে প্রত্যয়ের সুরে একথা বলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তারঁ দাবি, বিগত ১ বছরে ত্রিপুরায় আইন শৃঙ্খলা বজায় রাখার উপর জোর দেওয়া হয়েছে।

এদিন তিনি বলেন, ত্রিপুরা সরকার সবসময় উন্নয়নের উপর জোর দিচ্ছে।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতে প্রদেশ উন্নয়ন হলে রাজ্য উন্নয়ন হবে একই সাথে দেশেরও উন্নয়ন হবে। সেই দিশায় সরকার প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।

তিনি আশা ব্যক্ত করে বলেন,আগামী দিনে ত্রিপুরায় আইন শৃঙ্খলা বজায় রাখা সহ যোগাযোগ ব্যবস্থার বিকাশ, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি সহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের ধারাকে বজায় রাখা চেষ্টা করা হবে। হিন্দুস্থান সমাচার/তানিয়া/সন্দীপ

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য