স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ মে : মানুষ অর্থ দান, শিক্ষাদান, চক্ষুদান, দেহ দান থেকে শুরু করে বিভিন্ন কিছুই দান করে থাকে। কিন্তু রক্ত দানের বিকল্প নেই। মানুষ সচেতন হয়ে আজ যে কোনো শুভ অনুষ্ঠানে রক্তদান করতে এগিয়ে আসছে। মানুষের এ ধরনের উৎসাহের কারণে ২০২২-২৩ সালে ৪২ হাজার ৪৮১ ইউনিট রক্ত সংগ্রহ করা হয়েছে।
দেশের মধ্যে লোকসংখ্যার নিরিখে ত্রিপুরা রক্তদানে প্রথম স্থানে রয়েছে। বুধবার টেরেসা ডায়াগনস্টিক সেন্টারের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রেখে একথা বললেন মন্ত্রী রতন লাল নাথ। তিনি বলেন টেরেসা ডাইনোস্টিক সেন্টার ত্রিপুরা রাজ্যে মাল্টি স্পেশাল হসপিটাল স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে। এর জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা জানানো হচ্ছে। কারণ সরকারের সব কাজ করা সম্ভব নয়। এই সংস্থায় পক্ষ থেকে এ ধরনের সিদ্ধান্ত নেওয়ায় খুশি রাজ্য সরকার। আগামী দিনে সব ধরনের সহযোগিতা করা হবে বলে আশ্বস্ত করলেন মন্ত্রী।
রাজ্যে ১৬৪ টি ডায়াগনস্টিক সেন্টারে কাজ করছে ২৪৬০ জন। নতুন করে আগরতলা শহরে ওষুধের দোকান খোলা হয়েছে ৭৯১ টি। এই তথ্য তুলে ধরেন মন্ত্রী। চাকুরি চাইলেই হবে না। চাকুরি দিতে হবে। এভাবে ১২ টি বিষয়ে ২২ হাজারের উপর মানুষ কাজ করছে শহর এলাকায়। আয়োজিত এই দিনের অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার সহ সংস্থার কর্মকর্তারা। মন্ত্রী এবং মেয়র এদিন রক্তদান শিবিরটি পরিদর্শন করে শুভেচ্ছা জানান রক্তদাতাদের। সমাজের প্রতি দায়বদ্ধ হয়ে এ ধরনের উদ্যোগে প্রশংসা করে মন্ত্রী।