স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ মে : পথ দুর্ঘটনা রোজনামচা হয়ে দাঁড়িয়েছে রাজ্যে। প্রতিদিন ঘটছে যান দুর্ঘটনা। এবার বাইক ও বোলেরো সংঘর্ষে গুরুতর আহত বাইক চালক। জানা যায় মঙ্গলবার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ীর কাকুলিয়া ফরেষ্ট রেঞ্জ সংলগ্ন এলাকায় ঘটে দুর্ঘটনাটি। দুর্ঘটনায় বাইক চালক জাতীয় সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার সঙ্গে সঙ্গে দমকল কর্মীরা আহত ব্যক্তিকে জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক আহতের আঘাত গুরুতর হওয়ায় শান্তিরবাজার জেলা হাসাপাতলে রেফার করেন। শান্তির বাজার জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান প্রাথমিকভাবে জানা যায় আহত ব্যক্তির নাম মনসজাই মগ। আহত ব্যক্তির পরিবারের লোকজনদের খবর দেওয়া হয়েছে বলে জানান চিকিৎসক। ক্রমাগত যান দুর্ঘটনা বেড়ে চলায় উদ্বিগ্ন সচেতন মহল।
এদিকে কর্মচারী স্ত্রীকে খাবার দিয়ে ফিরে আসার পথে মৃত্যু হলো বিজেপি কার্যকর্তা স্বামীর। মৃতের নাম স্বপন দেবনাথ। ঘটনা উদয়পুর মহকুমায় কৃষি বিভাগের কার্যালয়ের সামনে। ঘটনা মঙ্গলবার দুপুরে। কর্মচারী স্ত্রীকে খাবার দিয়ে ফিরে আসার পথে দুর্ঘটনার কবলে পড়েন স্বামী স্বপন দেবনাথ । উদয়পুর মহকুমার কৃষি বিভাগের কার্যালয়ের সামনে আসতেই একটি মারুতি গাড়ির দরজার সঙ্গে ধাক্কা লাগে স্বপন দেবনাথের। তিনি বাইকে ছিলেন। সঙ্গে সঙ্গেই ছিটকে পড়ে যান। গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শীরা স্বপন দেবনাথের বাড়িতে খবর পাঠালে বাড়ির লোকজনেরা ছুটে আসে ঘটনাস্থলে। স্বপন দেবনাথ কে সেখান থেকে উদ্ধার করে পরিবারের লোকজনেরা নিয়ে চায় স্থানীয় হাসপাতালে। সেখান থেকে তাকে নিয়ে আসা হয় উদয়পুর মহকুমার টেপানিয়া হাসপাতালে। উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে স্বপন দেবনাথকে পাঠানো হয় আগরতলার জিবি হাসপাতালে। জিবি হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার খবর পেয়ে জিবি হাসপাতালে ছুটে আসেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। কথা বলেন পরিবারের লোকজনদের সঙ্গে। প্রয়াতের মৃত্যুতে গভীর শোক ব্যাক্ত করেন তিনি। পরবর্তী সময়ে ময়না তদন্তের পর স্বপন দেবনাথের মৃতদেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে।