স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ মে : রামঠাকুর কলেজ ছাত্রীর উপর নারকীয় ঘটনার সাথে জড়িত আরো এক অভিযুক্ত গ্রেফতার। ধৃতের নাম জয়ন্ত রাউত। পিতার নাম উমেশ রাউত। তার বাড়ি রাজধানীর চারিপাড়া এলাকায়। পুলিশ জানায়, মঙ্গলবার অভিযুক্ত জয়ন্ত রাউতকে এমবিবি বিমানবন্দর থেকে আটক করেছে পুলিশ। সে এই গণধর্ষণ ঘটনায় অভিযুক্তদের পালাতে সহযোগিতা করেছে।
তারপর সে আসামে পালিয়ে যায়। পুলিশ তার লোকেশন ট্যাগ করে নজরদারি চালায়। মঙ্গলবার রাজ্যে ফিরে আসার পর তাকে এমবিবি বিমানবন্দর থেকে আটক করা হয়। পুলিশ জানায় এই ঘটনায় ছাত্রীর পরিবারের পক্ষ থেকে গৌতম শর্মা বিরুদ্ধে মামলা করা হয়েছিল। পুলিশ তদন্তে নেমে মূল অভিযুক্ত গৌতম শর্মাকে গ্রেপ্তার করে জানতে পারে আরো কয়েকজন জড়িত রয়েছে। পুলিশ এখন পর্যন্ত চারজনকে এই ঘটনার জন্য গ্রেফতার করেছে। তাদের সকলকে পুলিশ রিমান্ডে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। উল্লেখ্য, ৮ মে রামঠাকুর কলেজ ছাত্রীর সাথে রুমহর্ষক গণধর্ষণের ঘটনা সংগঠিত হয়। আহত ছাত্রী বর্তমানে চিকিৎসাধীন। এই ঘটনা সারা রাজ্যে উত্তেজনা সৃষ্টি হয়। দাবি উঠেছিল অভিযুক্তদের কঠোর শাস্তি ব্যবস্থা করার। পুলিশ তদন্তে নেমে ধারাবাহিকভাবে অভিযুক্তদের জালে তুলতে সফল হচ্ছে।