স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ মে : রবিবার রাতে উদয়পুর শালগড়া বাগান বাড়ি এলাকায় চারজন সিপিআইএম কর্মীকে মারধর করে গুরুতর আহত করল দুর্বৃত্তরা। অভিযোগের নিশানা শাসক দলের কর্মীদের বিরুদ্ধে। পরবর্তী সময় আহতদের নিয়ে আসা হয় গোমতী জেলা হাসপাতালে। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন।
খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন এলাকার সিপিআইএম নেত্রী তথা আহত সাহেব আলীর স্ত্রী মরিয়ম বিবি। তিনি শাসক দলের দুর্বৃত্তদের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, পরিবার সিপিআইএমের সমর্থিত বলে নির্বাচনের পর থেকে সকলকে ঘরবন্দী করে রাখে শাসক দলের দুর্বৃত্তরা। কাজকর্ম, রাজারহাট কিছুই করতে পারছিল না পরিবারের লোকজন। বাড়ি থেকে বের হলে খুন করে ফেলবে বলে হুমকি দেয়। রবিবার রাতে বাড়ি থেকে বের হলে সত্যিই দুর্বৃত্তরা বেধড়ক মারধর করে রাস্তায় ফেলে রাখে। বাড়ির লোকজনেরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধার করে হাসপাতাল নিয়ে আসে। যারা এই ঘটনার সাথে জড়িত তারা হলেন সুরজ মিঞা, রাকেশ, হারু সহ কয়েকজন দুর্বৃত্ত। অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হবে। যাতে তাদের কঠোর শাস্তি হয় বলে জানান সিপিআইএম নেত্রী। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়।