Sunday, January 26, 2025
বাড়িরাজ্য১৫ দিনের সময় বেঁধে দিলেন ১০,৩২৩

১৫ দিনের সময় বেঁধে দিলেন ১০,৩২৩

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ মে : তিন বছর হয়ে গেছে উচ্চ আদালতের রায় বাস্তবায়ন করতে পারছে না সরকার। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী চাকুরিতে পুনঃ বহাল রয়েছেন ১০,৩২৩ -এর চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা। কিন্তু সরকার তাদের চাকরিচ্যুত করে রেখেছে। সোমবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এ কথা দাবি করেন চাকুরিচ্যুত শিক্ষক শান্তনু ভট্টাচার্যী।

তিনি বলেন, ২০২০ সালের ৩০ নভেম্বর ১০৩২৩ কে নিয়ে স্পষ্ট রায় দেয় উচ্চ আদলাতের ডিভিশন ব্যাঞ্চ। সেই রায়ে ১০,৩২৩ ও সায়েন্সের ৪৬২ জনকে চাকুরিতে পুনঃরবহাল করার কথা স্পষ্ট ভাবে উল্লেখ রয়েছে। অথচ সাড়ে তিন বছর অতিক্রান্ত হতে চললেও এই রায় বুঝতে পারছে না সরকার। একাংশ বাম মণোভাবাপন্ন আধিকারিক ও কর্মী মিলে সরকারকে বিভ্রান্ত করে চলেছে। আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি আরো বলেন, সরকারকে ১৫ দিনের সময় বেঁধে দিচ্ছে। অন্যথায় পুনরায় আদালত অবমাননার মামলা করবেন বলে জানান  ছাঁটাইকৃত ১০৩২৩ শিক্ষকরা। উচ্চ আদালত, আর টি আই এবং এডভাইজারি কমিটির রায় ও রিপোর্ট গুলি তুলে ধরেন তারা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য