স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ মে : স্মার্ট সিটিকে সাজিয়ে তুলতে আগরতলা পুর নিগমের পক্ষ থেকে বিনোদন পার্ক গুলি সংস্কার করা হচ্ছে। কিন্তু আগরতলা টাউন হল সংলগ্ন পার্কটি অযত্নে পড়ে আছে। দিনরাত পার্কের মধ্যে চলে নেশার কারবারিদের আনাগোনা।
সাথে চলে বেআইনি কার্যকলাপ। পুলিশের পক্ষ থেকে তেমন কোনো কঠোর পদক্ষেপ না নেওয়ার প্রতিদিন বহিরাগতরা এসে বেআইনি কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। দীর্ঘদিন ধরে এই অভিযোগটি স্থানীয়দের কাছ থেকে উঠে আসার পর সোমবার পরিদর্শনে যান মেয়র দীপক মজুমদার। তিনি দেখতে পান পার্কের মধ্যে পড়ে রয়েছে মদের বোতল, এসকট কফ সিরাপের বোতল সহ নানা বেআইনি কাজে ব্যবহৃত সামগ্রী। সরজমিনে এদিন মেয়র প্রত্যক্ষ করে বলেন, পার্কে সন্ধ্যার পর থেকে নেশার রমরমা চলে বলে অভিযোগ পেয়ে পরিদর্শনে এসেছেন। অপরিষ্কার অপরিচ্ছন্ন রয়েছে নজরে এসেছে। মঙ্গলবার এটি পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজে হাত লাগানো হবে। পরিদর্শনে এসে স্থানীয় থানার ওসির সাথে কথা হয়েছে।
রাতের বেলা যাতে এখানে কোন নেশার কারবারি এবং বেআইনি কার্যকলাপের সাথে জড়িত যুবকরা জড়ো না হতে পারে তার জন্য কঠোর নজরদারি চালাতে বলা হয়েছে। কারণ শহরকে সাজিয়ে তুলতে বিনোদন পার্ক গুলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নিয়েছে নিগম কর্তৃপক্ষ। মানুষ যাতে এই পার্কে এসে সময় কাটাতে পারে। এবং ব্যবহারের উপযোগী করে তোলা যায় তার জন্য প্রশাসনিক আধিকারিদের পদক্ষেপ নিতে আলোচনা করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে এদিন রাতের বেলা থেকেই পুলিশ কর্মী দিয়ে পার্কটি পাহারা দেওয়ার ব্যবস্থা করা হবে।